খালেদা জিয়ার মুক্তির সাথে করোনার কোনো সম্পর্ক নেই: তথ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার মুক্তির সাথে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছিল। তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার ক্ষমতা বলে সিআরপিসির ৪০১ উপধারা অনুসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে (খালেদা জিয়া) মুক্তি দেওয়ার ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী।’

আজ বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘খালেদা জিয়ার মুক্তিতে করোনা ভাইরাস থেকে দেশ মুক্তি পাবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এই মন্তব্যর বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ, এর সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনও সম্পর্ক নেই। এ ধরনের দায়িত্বহীন কথা তিনি বলেছেন কিনা সেটি আমি জানি না। তবে বলে থাকলে আমি আশা করবো ভবিষ্যতে এ ধরনের দায়িত্বহীন কথা কেউ বলবেন না।’

পূর্ববর্তি সংবাদদেশ লকডাউন হওয়া উচিত বলে মত দিয়েছেন হাইকোর্ট
পরবর্তি সংবাদদেওবন্দের বার্ষিক পরীক্ষা স্থগিত, ছুটির ব্যাপারে মাশওয়ারার পর সিদ্ধান্ত