করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস

ইসলাম টাইমস ডেস্ক: ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের করোনাভাইরাসে আক্রান্ত  হয়েছেন। এ খবর নিশ্চিত করেছে ক্লারেন্স হাউস। এনবিসি

৭১ বছর বয়সী চার্লসের দেহে করোনার সামান্য উপসর্গের খবর নিশ্চিত করে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, ” চিকিৎসক ও সরকারের পরামর্শে প্রিন্স স্কটল্যান্ডের রাজকীয় প্যালেসে স্বেচ্ছা আইসোলেশনে আছেন।” তবে তার স্ত্রী ক্যামেলিয়া করোনা টেস্টে নেগেটিভ হওয়াতে তিনি নিরাপদে আছেন বলে জানানো হয়।

তবে তিনি ঠিক কোথা থেকে ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সেটা এখনো নিশ্চিত নয়। কারণ গত কয়েক সপ্তাহে ব্রিটিশ যুবরাজ নাগরিকদের সাথে প্রচুর ব্যস্ত সময় কাটিয়েছেন।

পূর্ববর্তি সংবাদআজ চাঁদ দেখা যায়নি, শুক্রবার শাবানের প্রথম দিন
পরবর্তি সংবাদঘরমুখো মানুষের ভিড়: কোন ঝুঁকির পথে ছুটছি আমরা!