ভারতের  ৩০ টি রাজ্যে লকডাউন 

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাস থেকে আত্মরক্ষা পেতে ভারতের  ৩৬টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে ৩০টি পুরোপুরি লকডাউন করে দেওয়া হয়েছে। দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (২৩ মার্চ) রাত থেকে কার্যকর হয়েছে এ  লকডাউন।

দেশটিতে এই ভাইরাসে মোট ৪৯৯ জন আক্রান্তের মধ্যে বিগত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১০৩ জন আর মারা গেছে তিন জন। এ নিয়ে দেশটিতে মোট দশ জন এই ভাইরাসের শিকার হয়ে মারা গেছে।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত রবিবার (২২ মার্চ) ভারতজুড়ে ১৪ ঘণ্টার জনতা কারফিউ পালিত হয়। জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন যে কাউকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়। সতর্কতার অংশ হিসেবে ওই কর্মসূচি পালিত হলেও পরিস্থিতির অবনতি হওয়ায় ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল লকডাউন করে দেওয়া হয়।

৩০টি রাজ্যের ৫৪৮টি জেলা সম্পূর্ণ লকডাউনের আওতায় এসেছে। এছাড়া আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে উত্তর প্রদেশ,মধ্য প্রদেশ ও ওড়িষ্যায়। এর মধ্যে করোনাভাইরাস আক্রান্তের উপস্থিতি নিশ্চিত হওয়া ৮০টি জেলা রয়েছে।

পূর্ববর্তি সংবাদরাজবাড়ীতে ৩০০ গ্রাম ওজনের শিলাবৃষ্টি
পরবর্তি সংবাদসাজা মওকুফ করে ৬ মাসের জন্য খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে সরকার