দেশে আরও তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

ইসলাম টাইমস ডেস্ক: দেশে আরও তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের দুইজন পুরুষ, একজন মহিলা। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ১৭ জন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম।

এর আগে, বুধবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত আরও চারজন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ১৪ জন। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তি সংবাদমুসল্লিহীন কাবা : সামাজিক মাধ্যমে ব্যথিত ইমামের আহাজারি
পরবর্তি সংবাদডেমরা ইত্তেফাকুল মাদারিসের পরীক্ষা স্থগিতসহ ৪ সিদ্ধান্ত