বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ৪০৯ যাত্রী

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে আটকে পড়া ওমরাহ যাত্রীসহ ৪০৯ জনকে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট। মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল সোয়া ৪টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান।

ক্যাপ্টেন তৌহিদ বলেন, সৌদিফেরত ৪০৯ জনকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কারও শরীরে করোনা ভাইরাসের লক্ষণ বা উপসর্গ না পাওয়া গেলেও ইমিগ্রেশন শেষে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

এর আগে বিমানের বিশেষ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (১৫ মার্চ) থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় বিমানের সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। আগামী দুই সপ্তাহ এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে কেউ দেশে ফিরতে পারবেন না। তাই সৌদিতে আটকে পড়া ওমরাহ যাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট পাঠিয়েছিল বিমান।

পূর্ববর্তি সংবাদবঙ্গবন্ধু এমনও ছিলেন ( ফটো অ্যালবাম )
পরবর্তি সংবাদমত বদলালেন সিইসি: পরিস্থিতি খারাপ হলে চসিকসহ ৫ আসনের উপ নির্বাচন স্থগিত