৫ মাস পর কাল শুরু হচ্ছে ভারত থেকে পেঁয়াজ আমদানি

ইসলাম টাইমস ডেস্ক: টানা সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর কাল থেকে শুরু হচ্ছে ২১ টাকা দরে ভারত থেকে পেঁয়াজ আমদানি। হিলি স্থলবন্দর দিয়ে কাল রবিবার ৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছে আমদানিকারকরা।

গত ২৬ ফেব্রুয়ারি থেকে ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ইতিমধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে ‘ইমপোর্ট পারমিটে’র আবেদনের পাশাপাশি এলসি (লেটার অব ক্রেডিট) খুলেছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানিয়েছেন, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর গত ২৬ ফেব্রুয়ারি পেঁয়াজ রফতানির সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত।

পূর্ববর্তি সংবাদদেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যেই ডেঙ্গু সন্দেহে হাসপাতালে আটজন
পরবর্তি সংবাদ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ থেকে আসা সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ