কুমিল্লা তালীমুদ্দীন একাডেমিতে ফিকহী মজলিস আগামী মঙ্গলবার

ইসলাম টাইমস ডেস্ক: মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকার তত্ত্বাবধানে পরিচালিত কুমিল্লা তালীমুদ্দীন একাডেমিতে এক ফিকহী মজলিসের আয়োজন করা হয়েছে। আগামী ২১ রজব মোতাবেক ১৭ মার্চ মঙ্গলবার কুমিল্লা তালীমুদ্দীন একাডেমিতে এ মজলিস অনুষ্ঠিত হবে। এতে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, ফিকহুল মোআমালাতের আধুনিক আরও কিছু বিষয় আলোচনা করা হবে বলে জানা গেছে।

আলোচকদের মধ্যে থাকছেন মারকাযুদ দাওয়াহর প্রতিষ্ঠাতা পরিচালক ও ইফতা বিভাগের মুশরিফ হযরত মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ আবদুল্লাহ। আরও থাকছেন মারকাযুদ দাওয়ার নায়েবে মুফতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া। এ মজলিসে ফিকহ ফতোয়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং দাওরায়ে হাদীস সম্পন্নকারী যে কোনো তালিবু ইলমের অংশ গ্রহণের সুযোগ রয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে এ অনুষ্ঠান চলবে বুধবার দুপুর পর্যন্ত। দূর থেকে আগত শিক্ষার্থীদের জন্যে রয়েছে রাতে থাকা খাওয়ার ব্যবস্থা।

যাতায়াত : যে কোনো স্থান হতে কুমিল্লার গাড়িতে শাসন গাছা / জাঙ্গালিয়া থেকে বাগিচাগাঁও বড় মসজিদ থেকে প্রায় ১৫০ গজ দক্ষিণে

যোগাযোগ : 01915482933, 01973297297

পূর্ববর্তি সংবাদকরোনা ভাইরাস : যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন ট্রাম্প
পরবর্তি সংবাদমহামারি থেকে বাঁচতে সতর্কতামূলক নির্দেশনা পালনের আহ্বান জানালেন আল্লামা তাকি উসমানি