করোনা ভাইরাস : যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন ট্রাম্প

ইসলাম টাইমস ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

 এর আগে গত ১১ মার্চ হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দেন ট্রাম্প।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এক পর্যায়ে ২০২০ সালের ১১ মার্চ এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে মহামারি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো-র হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় ১৩ মার্চ দিবাগত রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রে দুই হাজার ২৬৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছে ৩১ জন।

পূর্ববর্তি সংবাদরূপগঞ্জে ট্রাকচাপায় এসআই নিহত
পরবর্তি সংবাদকুমিল্লা তালীমুদ্দীন একাডেমিতে ফিকহী মজলিস আগামী মঙ্গলবার