করোনার তথ্য গোপন করলে অর্থদণ্ড বা ২ মাসের জেল

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার তথ্য গোপন করলে তা শস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। ২৫ হাজার টাকা জরিমানা বা দুই মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংক্রামক রোগে আক্রান্ত কোনো সন্দেহভাজন ব্যক্তিকে নির্দিষ্ট হাসপাতাল, অস্থায়ী হাসপাতাল, স্থাপনা বা গৃহে অন্তরীণ (Quarantine) রাখা বা পৃথককরণ (Isolation) করে রাখা হবে।

সংক্রামক রোগের বিস্তার রোধে উড়োজাহাজ, জাহাজ, জলযান, বাস, ট্রেন ও অন্যান্য যানবাহন দেশে আগমন, নির্গমন বা দেশের অভ্যন্তরে এক স্থান হতে অন্য স্থানে চলাচল নিষিদ্ধ করা যাবে।

যদি কোনো চিকিৎসক সংক্রামক রোগে আক্রান্ত কোনো ব্যক্তির চিকিৎসার দায়িত্বে নিয়োজিত থাকেন এবং এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি, কোনো বাসগৃহ, প্রাঙ্গণ বা এলাকায় সংক্রামক রোগে অস্তিত্ব সম্পর্কে অবহিত হন, তাহলে তিনি বিষয়টি সংশ্লিষ্ট সিভিল সার্জনকে অবহিত করবেন।

পূর্ববর্তি সংবাদইসলাম বিরোধী অপশক্তির ব্যাপারে সবসময় সোচ্চার থাকতে হবে: আল্লামা বাবুনগরী
পরবর্তি সংবাদদ্য হিন্দুর প্রতিবেদন: বিশ্বজুড়ে বন্ধু হারাচ্ছে ভারত?