সৌদিতে করোনা আতঙ্ক : মসজিদুল হারাম খুলে দেওয়া হলেও ওমরা নিষেধাজ্ঞা বহাল

ইসলাম টাইমস ডেস্ক : সৌদি আরবে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ার পর পবিত্র কাবা ঘরের মূল তাওয়াফের স্থান (মাতাফ) বন্ধ করার পর আবারও তা খুলে দেওয়া হয়েছে।

 

শনিবার সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রাহমান বিন আবদুল আজিজ আল সুদাইস পূর্ব সতর্কতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে তিনি গ্র্যান্ড মসজিদে যাওয়া সব পরিদর্শনকারীকে সহযোগিতা করার জন্য সব কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আরব নিউজ জানায়, আপাতত কাবা শরিফের মাতাফ এলাকা এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত বন্ধ রাখা হবে। ওমরাহ পালনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পূর্ব পর্যন্ত এ অবস্থা বহাল থাকবে। করোনা ভাইরাস যাতে না ছড়াতে পারে তার জন্য পূর্ব সতর্কতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

খবরে প্রকাশ, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশের ২৩ জন আরব আমিরাত হয়ে সম্প্রতি গোপনে ইরান সফর করে দেশে ফেরার পর তাদের শরীরেও করোনার অস্তিত্ব ধরা পড়ে।

পূর্ববর্তি সংবাদহিজড়াদের সঙ্গে পর্দা : ইসলামী শরীয়তের দিকনির্দেশনা কী
পরবর্তি সংবাদকরোনা: ইতালিতে ১ কোটি ৬০ লাখ মানুষকে যেতে হবে কোয়ারেন্টাইনের মতো বন্দি দশায়