বাংলাদেশেও করোনা ভাইরাসে আক্রান্ত হল ৩ ব্যক্তি

ইসলাম টাইমস ডেস্ক: শেষ পর্যন্ত করোনা ভাইরাসের রোগী পাওয়া গেল বাংলাদেশেও। রবিবার (৮ মার্চ) সরকারের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) -এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ দুঃসংবাদ দিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশেও তিন জন করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত এই তিন ব্যক্তির মধ্যে দুজন ইতালি থেকে দেশে ফিরেছেন। এদের মধ্যে দুজন পুরুষ, অপরজন নারী।

আইইডিসিআর-এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটির পরিচালক আরও জানান, ইতালি থেকে আসা দুজন ভিন্ন পরিবারের সদস্য। তবে তাদের একজন বাসায় আসার পর সে বাসাতেও একজন নারী করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, জ্বর ও কাশি নিয়ে এই তিন ব্যক্তি আইইডিসিআরে যোগাযোগ করে। এরপর গত ২৪ ঘণ্টায় তাদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তারা পজিটিভ প্রমাণিত হন। তাদের বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে।

এই তিনজন ছাড়াও আরও দুই ব্যক্তিকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। আইইডিসিআর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

পূর্ববর্তি সংবাদধর্ষণ রোধে পুরুষদেরও সোচ্চার হতে হবে: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদকরোনা আতঙ্ক: সাত দেশে ফ্লাইট বন্ধ করল টার্কিশ এয়ার