করোনা আতঙ্ক: সাত দেশে ফ্লাইট বন্ধ করল টার্কিশ এয়ার

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস আতঙ্কে সাত দেশে ফ্লাইট চলাচল বন্ধ করেছে  তুরস্কের টার্কিশ এয়ারলাইন্স।

টার্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, করোনা ভাইরাস পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে তারা । কারণ যাত্রীদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই প্রেক্ষাপটে ফ্লাইট বাতিলের ক্ষেত্রে কোনো ধরনের ফি নিচ্ছে না এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সেই সঙ্গে টিকিট বাতিল করে টাকাও ফিরিয়ে দেওয়ার সুযোগ রেখেছে দেশটির এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

করোনা ভাইরাস আক্রান্ত চীন, ইরান, ইতালি, ইরাক, নাখচিভান, বাহরাইন ও দক্ষিণ কোরিয়ায় আগামী ১ এপ্রিল পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে টার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশেও করোনা ভাইরাসে আক্রান্ত হল ৩ ব্যক্তি
পরবর্তি সংবাদপাকিস্তানে আকস্মিক বন্যা, শিশুসহ নিহত ২০