‘করোনার কারণে মুজিববর্ষে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে’

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারো সফরসূচি এখন পর্যন্ত বাতিল হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বতে পারে।

শনিবার সিলেট সফরে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নরেন্দ্র মোদির সফরে যারা বিরোধিতা করছেন মূলত ভারত তার ঐতিহাসিক অবস্থান থেকে সরে পড়ছে তাই। সেখানে কিছু হাঙ্গামার কারণে এখানে বিরোধিতা হলেও অতিথিকে সম্মান দেখানো হবে।

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অনুষ্ঠানসহ বেশকিছু অনুষ্ঠানে অংশ নেন।

পূর্ববর্তি সংবাদআল্লামা আশরাফ আলী রহ. স্মরণে জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত
পরবর্তি সংবাদকরোনা আতঙ্ক: বন্ধ হচ্ছে তাজমহলসহ ভারতের সব ঐতিহাসিক স্থাপনা!