দিল্লিতে মুসলিম হত্যা নিয়ে কয়েকটি মুসলিম দেশের প্রতিবাদ, পাল্টা ক্ষোভ ঝাড়ছে ভারত

ইসলাম টাইমস ডেস্ক: সিএএ-এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ থেকেই সূচনা দিল্লিতে মুসলিম বিরোধী সাম্প্রদায়িক দাঙ্গার। এ পরিস্থিতিতে ‘ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতার’ তীব্র নিন্দা করেছে ভারতের সাথে কূটনৈতিক সুসম্পর্ক রাখা দেশ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ভারতকে ‘কাণ্ডজ্ঞানহীন সহিংসতা বন্ধের আরজি’ জানিয়ে টুইটে বলেছেন, ‘আইনের শাসন ও শান্তিপূর্ণ আলোচনাই একমাত্র পথ।’

কিন্তু জাভেদ জারিফের এ মন্তব্য চুপচাপ সহ্য করে নেয়নি ভারত। আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে আজ (মঙ্গলবার) ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি চেগেনিকে সাউথ ব্লকে ডেকে পাঠানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইরানের রাষ্ট্রদূতকে বলা হয়েছে, জাবেদ জারিফের মন্তব্য অবাঞ্ছিত ও গ্রহণযোগ্য নয়।

মুখপাত্র রবীশ কুমার যোগ করেন, ইরানের মতো একটা দেশের কাছ থেকে এই ধরনের মন্তব্য ভারত আশা করে না।

এর আগে ওআইসি দিল্লিতে মুসলিম হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ জানালে ভারতের পররাষ্ট্র দফতর ওই সংস্থাটির বিরুদ্ধেও পাল্টা ক্ষোভ প্রকাশ করেছিল।

সিএএ এবং এনআরসি নিয়ে প্রশ্ন ও প্রতিবাদ রাষ্ট্রীয় পর্যায়ে একদম থেমে থাকেনি। বিভিন্ন মুসলিম দেশ ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে। দিল্লি দাঙ্গার সমালোচনা করেছে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান। সিএএ এবং এনআরসির প্রয়োজনীয়তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছে মালয়েশিয়া ও বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ‘আমরা বুঝতে পারছি না কেন ভারত সরকার এটা করল। এটার প্রয়োজন ছিল না।’

পূর্ববর্তি সংবাদভোটের পর সরকার এ জাতিকে বিদ্যুত ও পানিতে মারতে চায়: হাবিব-উন-নবী
পরবর্তি সংবাদকারাগারে যাওয়ার আগেই জামিন পেয়ে গেলেন সাবেক আ লীগ সাংসদ আউয়াল দম্পতি