ভারতে হিন্দুত্ববাদীদের চালানো সহিংসতার ঘটনায় উদ্বেগ জানাল বিএনপি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে মুসলিমদের উপর হিন্দুত্ববাদীদের চালানো হামলা, হত্যা, লুণ্ঠনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বৃহৎ দেশ হিসেবে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে দিল্লির পরিস্থিতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে রিজভী বলেন, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাসের ভয়াবহ প্রতিক্রিয়া এই উপমহাদেশ তথা এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে উঠবে। এই মর্মে ইতিপূর্বেই বিএনপির পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছিল। যে বিবৃতিতে হুঁশিয়ার করে বলা হয়েছিল, বহুত্ববাদের আদর্শ থেকে যে কোনো বিচ্যুতি সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিতের পথে একটি অনিবার্য বাধা। চলমান দিল্লির ‘সাম্প্রদায়িক দাঙ্গা’ তা আবার সুস্পষ্ট উদাহরণ হিসেবে প্রমাণ করল। বিএনপি গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, নিহত ও আহতদের মধ্যে মুসলমান ও হিন্দু উভয় ধর্মীয় সম্প্রদায়ের ভারতীয়রাই আছেন।

পূর্ববর্তি সংবাদজুমআর খুতবা প্রদানকালে খতিবের ডানেবায়ে চেহারা ফেরানো কি সঠিক
পরবর্তি সংবাদসফর বাতিল হওয়া ওমরাহ যাত্রীদের ভাড়া ফেরত দেবে বিমান বাংলাদেশ