দিল্লিতে মুসলিম হত্যা: উদ্বেগ জানিয়ে ওআইসির বিবৃতি দেওয়ায় ভারতে ক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: দিল্লিতে হিন্দুত্ববাদীদের মুসলিম হত্যার বিষেয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে মুসলিম দেশসমূহের আন্তর্জাতিক সংস্থা ‘অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশন’ (ওআইসি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই বিবৃতি প্রকাশ করা হয়।

এদিকে ওআইসির বিবৃতি দেওয়ার  তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে ভারত। দিল্লি হত্যাকাণ্ড নিয়ে ওআইসি’র বক্তব্য দায়িত্বজ্ঞানহীন বলেও ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ভারতে মুসলিমদের উপর হামলার যে অভিযোগ করেছে ওআইসি, তা দায়িত্বজ্ঞানহীন। তিনি আরো বলেন, দিল্লিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। সংগঠনগুলোর কাছে অনুরোধ জানাচ্ছি, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে বিরত থাকুন।

পূর্ববর্তি সংবাদ‘বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠলেও সরকার তা পরোয়া করে না’
পরবর্তি সংবাদপাপিয়ার অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী