জুমআর খুতবা প্রদানকালে খতিবের ডানেবায়ে চেহারা ফেরানো কি সঠিক

প্রশ্ন: আমি জনৈক আলেমকে বলতে শুনেছি যে, জুমআ ও ঈদের খুতবা পাঠের সময় খতীব সাহেবের ডান-বামে তাকিয়ে খুতবা পাঠ করা সুন্নত তরীকা নয়। সুন্নত তরীকা হল, মুসল্লীদের দিকে ফিরে খুতবা পাঠ করা। জানতে চাই, ঐ আলেমের বক্তব্য সঠিক কি না?

উত্তর: হ্যাঁ, ঐ আলেমের কথা ঠিক। খুতবার সময় মুসল্লীদের দিকে ফিরে খুতবা দেওয়া সুন্নত। বিনা প্রয়োজনে বক্তাদের মতো ডানে-বামে চেহারা ঘোরানো ঠিক নয়।

ফতোয়া প্রদানে: মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়া ঢাকার ফিকহ বিভাগ।

পূর্ববর্তি সংবাদযেকোনো মূল্যে মোদির বাংলাদেশে আগমন প্রতিহত করতে হবে: যুব মজলিস
পরবর্তি সংবাদভারতে হিন্দুত্ববাদীদের চালানো সহিংসতার ঘটনায় উদ্বেগ জানাল বিএনপি