ইরানে করোনা ভাইরাস, সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু, ভাইস প্রেসিডেন্ট আক্রান্ত

ইসলাম টাইমস ডেস্ক: মহামারি আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীন, দক্ষিণ কোরিয়ার পরই ইরানের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক।  এরই মধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ভ্যাটিকানে ইরানের সাবেক রাষ্ট্রদূত ও দেশটির বিশিষ্ট ধর্মীয় নেতা হাদি খোসরাশাহি মারা গেছেন। ইরানে ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার সহ অন্তত ৭ শীর্ষ সরকারি কর্মকর্তা করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণের পর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৮১ বছর বয়সী কূটনীতিক হাদি খোসরাশাহি। বুধবার তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। বৃহস্পতিবার দেশটির স্থানীয় গণমাধ্যম তাসনিমের বরাতে বার্তা সংস্থা আনাদুলু এমন খবর দিয়েছে।

কোয়াম শহরের একজন বিখ্যাত শিয়া আলেম হিসেবে তার পরিচিতি ছিল। ইসলামিক গাইডেন্স মন্ত্রণালয়ে তিনি আয়াতুল্লাহ খামেনির একজন প্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন।

পূর্ববর্তি সংবাদএক এমপির হাত ধরে পাপিয়ার রাজনীতিতে আসা, আরেক এমপির প্রশ্রয়ে চালাত অপকর্ম
পরবর্তি সংবাদসম্মিলিত বিক্ষোভ সমাবেশে ঘোষণা: যেকোন মূল্যে মোদিকে প্রতিহত করা হবে