মুহাম্মদপুরের অদূরেই নির্মাণ হচ্ছে ‘ঐতিহাসিক’ বাবরি মসজিদ: উদ্বোধন করবেন আল্লামা আহমদ শফী

ইসলাম টাইমস ডেস্ক : ভারতে উগ্র হিন্দুদের হাতে নির্মমভাবে শহীদ বাবরি মসজিদের নামে মসজিদ হতে যাচ্ছে মুহাম্মদপুরের অদূরে কলাতিয়ায়। আগামীকাল কলাতিয়া জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ায়র ক্যাম্পাসে উক্ত মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী।

জানা যায়, মাওলানা মামুনুল হক পরিচালিত জামিয়াতুত তারবিয়ায় আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় বাবরি মসজিদ নামে এক ঐতিহাসিক মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। এ উপলক্ষে জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে মাদরাসার চত্বরে এক বিশাল ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা শাহ আহমদ শফী।

বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক, দেশের  বিশিষ্ট ফকীহ আলেমে দ্বীন মুফতি আবুল হাসান মুহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর, অধ্যক্ষ মিজানুর রহমান পীর সাহেব দেওনা।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী। এছাড়াও অনুষ্ঠানে আলোচকবৃন্দের মধ্যে আরও রয়েছেন মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা কেফায়াতুল্লাহ আযহারি, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা হামেদ জাহিরি, মাওলানা আবদুল বাসেত খান।

পূর্ববর্তি সংবাদমোদি যদি আসতে পারে, তাহলে নেতানিয়াহুও বাংলাদেশে আসতে পারে : মেজর আখতার
পরবর্তি সংবাদদুদক ব্যবহৃত হচ্ছে বিরোধীদের হয়রানি ও ক্ষমতাসীনদের প্রতি নমনীয়তার হাতিয়ার হিসেবে: টিআইবি