মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: স্বৈরশাসক খ্যাত মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার দেশটির কায়রো হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তদার বয়স হয়েছিলো ৯১ বছর।

হোসনি মোবারক ১৯২৮ সালের ৪ই মে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মুহাম্মদ হোসনি সাইদ মুবারাক। তার বাবা ছিলেন বিচার মন্ত্রণালয়ের একজন ইন্সপেক্টর।

১৯৮১ সালের ১৪ই অক্টোবর থেকে ২০১১ সাল পর্যন্ত দেশটির রাষ্ট্রপতির দায়িত্বপালন করেছেন তিনি।

প্রথমে ১৯৭৫ সালের উপ-রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং সাদাত নিহত হবার পর ১৯৮১ সালের ১৪ই অক্টোবর মুবারাক মিশরের রাষ্ট্রপতি হন। ২০১১ সালের ৩০ জানুয়ারি অনুযায়ী মিশরে মুবারাক তার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দেয়। এই বিক্ষোভের মাধ্যমেই তার দীর্ঘ ৩০ বছরের শাসনক্ষমতার অবসান হয়।

পূর্ববর্তি সংবাদকরোনার কারণে মধ্যপ্রাচ্যে আপাতত ফ্লাইট বন্ধের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদমদিনায় ঝড়ের কবলে পড়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত