মদিনায় ঝড়ের কবলে পড়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

ইসলাম টাইমস ডেস্ক: মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও এক শিশু কন্যাসহ একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। হতাহতরা সবাই চট্টগ্রাম জেলার হাটহাজারীর বাসিন্দা।

গতকাল সোমবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে মক্কা থেকে ওমরাহ পালন শেষে ফেরার পথে মদিনা থেকে ৭০ কি.মি দূরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার বিকেল ৫টায় ওমরাহ পালন শেষে মদিনা থেকে ৭০ কি.মি দূরে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিন বাংলাদেশির মৃত্যু হয়। এ সময় আহত হন দুজন। তাদের মদিনা আলদার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মক্কা থেকে মদিনা ফেরার পথে মরুভূমির বালু ঝড়ের কারণে হতাহতদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

পূর্ববর্তি সংবাদমিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের মৃত্যু
পরবর্তি সংবাদ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ ঘোষণার নির্দেশ দিল হাইকোর্ট