খালেদা জিয়ার জামিন নামঞ্জুর, শুনানির পরবর্তী তারিখ ২৭ ফেব্রুয়ারি

ইসলাম টাইমস ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদার জামিন আবেদন ফিরিয়ে দিয়ে তার সর্বশেষ শারীরিক রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সে মোতাবেক বুধবার (২৬ ফেব্রুয়ারি) সে রিপোর্ট দাখিল করতে হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট বেঞ্চ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শুনানির কথা থাকলেও সময় পিছিয়ে দুপুরে এ রায় দেন আদালত।

এদিকে রবিবার সকাল থেকেই সুপ্রিম কোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা গেছে। কোর্টের মাজার গেটের প্রবেশপথে তল্লাশি এবং পরিচয়পত্র চেক করে জনসাধারণকে সুপ্রিমকোর্ট এলাকায় প্রবেশ করতে দেয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ শুনানির জন্য এই দিন নির্ধারণ করেন।

উল্লেখ্য, খালেদা জিয়া ২০১৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ড পেয়ে কারাগারে বন্দি রয়েছেন। পরবর্তী সময়ে আপিলের পর উচ্চ আদালতে যা বেড়ে ১০ বছর করা হয়।

পূর্ববর্তি সংবাদআবারও ভেঙে পড়লো ভারতীয় যুদ্ধবিমান
পরবর্তি সংবাদইরান তুর্কি সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্প, ৮ জন নিহত