কচুরিপানা নিয়ে গবেষণা চলছে: বাণিজ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: একটা সময় কচুরলতি কেউ খেত না, মাশরুমকে ব্যাঙের ছাতা বলা হতো। কিন্তু এখন মানুষ সেগুলো খাচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কচুরিপানা নিয়ে গবেষণা চলছে, ফুড ভেলু পাওয়া গেলে সেটা ভবিষ্যৎ বলে দেবে কী করতে হবে।

শনিবার বিকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কচুরিপানা নিয়ে গবেষণা করার মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান। এ সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক সময়ে ঘটা বিভিন্ন বিষয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রাখার পাশাপাশি কেউ যাতে কোনো ধরনের কারচুপি করতে না পারে সে দিকে কড়া নজরদারি রাখা হবে।

পূর্ববর্তি সংবাদভয়ভীতি উপেক্ষা করে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে হবে: খেলাফত মজলিস
পরবর্তি সংবাদদেশ ত্যাগের সময় অনৈতিক ব্যবসায় জড়িত কোটিপতি নারী আটক