আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. এর জীবন ও কর্ম শীর্ষক মাহফিল অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক : আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার মাগরিবের পর  শহীদী মসজিদের চত্বরে এ খ্যাতনামা মনীষীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় আলেমগণসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম তাশরীফ রাখেন। মাদরাসা ছাত্র শিক্ষক এবং সাধারণ মুসল্লিদের ভীড়ে শহীদী মসজিদের চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সভায় জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক বলেন, আল্লাহ তাআলা আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ.কে অনেক গুণাবলীর পাশাপাশি  দুর্লভ কিছু গুণ দান করেছিলেন। এর মধ্যে অন্যতম হচ্ছে, তিনি একদিকে সুদূর পরিকল্পনা করতে পারতেন। এবং সেই সাথে সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি অত্যন্ত সুশৃংখলভাবে কাজ করতে পারতেন, যা যে কোনো কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক সহায়ক।

মাওলানা মাহফুজুল হক আরও বলেন,  আল্লাহ তাআলা আনোয়ার শাহ সাহেবকে এক আশ্চর্যজনক প্রভাববিস্তারকারী শক্তি দান করেছিলেন। হাদীস শরীফে এসেছে, আল্লাহ তাআলা তার রাসূলকে ‘রুব’ দিয়ে সাহায্য করেছেন। এরকম একটা শক্তি আল্লাহ শাহ সাহেবকেও দান করেছেন।

বক্তাদের আলোচনায় এই মনীষীর জীবনের আরও অনেক দিকই ফুটে উঠেছে।

পূর্ববর্তি সংবাদভারতীয় সেনাদের হামলায় কাশ্মীরে আরও দুই স্বাধীনতাকামী নিহত
পরবর্তি সংবাদসিলেটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত লিটনকে ডিবি তুলে নিয়ে গিয়েছিল: স্ত্রীর অভিযোগ