আজ সারাবিশ্বে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ইসলাম টাইমস ডেস্ক: আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাঙালির ভাষা আন্দোলনের দিন ২১শে ফেব্রুয়ারি এখন শুধু বাংলাদেশেই নয়; আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে সারাবিশ্বে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ আরও অনেকে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায়।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাঙালির ভাষা আন্দোলনের দিন ২১শে ফেব্রুয়ারি এখন শুধু বাংলাদেশেই নয়; আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে সারাবিশ্বে।

পূর্ববর্তি সংবাদইদলিবে আসাদপন্থীদের উপর হামলা চালিয়েছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা
পরবর্তি সংবাদলন্ডনে নামাযরত অবস্থায় বৃদ্ধ মুয়াজ্জিনকে ছুরি দিয়ে হামলা করল এক খ্রীস্টান সন্ত্রাসী