রাস্তার কাজে অনিয়মের নিউজ করায় সাংবাদিকদেরকে মারধর

ইসলাম টাইমস ডেস্ক : সিরাজগঞ্জ সদরে রাস্তার কাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে ৫ সাংবাদিককে মারপিট করে আহত করেছে ঠিকাদারের সন্ত্রাসীরা। বুধবার  বিকালে সদর উপজেলার খামার পাইকোশা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিকরা হলেন- এনটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, এসএ টিভির প্রতিনিধি রহমত আলী, বাংলানিউজ টোয়েন্টিফোরের স্বপন চন্দ্র দাস, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার নজরুল ইসলাম ও যায়যায়দিন পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি মোকাদ্দেস আলী।

আহত সাংবাদিক মোকাদ্দেস আলী ও স্বপনচন্দ্র দাস জানান, সদর উপজেলার খামার পাইকোশা একটি রাস্তা নির্মাণ কাজ চলছে। রাস্তাটি নির্মাণ কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছে এলাকাবাসী। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী আমিনুল ইসলামের নির্দেশে  স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলামের ভাই ও তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লাঠিসোটা ও বেলচা দিয়ে আমিসহ ৫ সাংবাদিককে মারপিট করে আহত করে।  এতে এলাকাবাসী বাধা দিতে এলে তাদেরও মারপিট করে নারীসহ অন্তত ৫ জনকে আহত করা হয়।

সদর থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত সাংবাদিকদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদঢাকায় ঢুকে পড়েছে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ
পরবর্তি সংবাদখাগড়াছড়িতে নন্দপাল চাকমা নামের শিক্ষকের লাথিতে ছাত্রী অজ্ঞান