মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হবে: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হবে।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মুজিববর্ষ উদযাপন জাতীয় কমিটির সঙ্গে আওয়ামী লীগের মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বছরব্যাপী মুজিববর্ষ উদযাপন আমরা সুন্দর এবং সুশৃঙ্খল আয়োজন করতে চাই। মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি সম্মানিত অতিথীরা অংশগ্রহণ করবেন। মুজিববর্ষে আমরা আমাদের উন্নয়ন, সাফল্য, অর্জন, আদর্শ-ঐতিহ্য, সংগ্রাম ইতিহাসকে ফোকাস করব। দেশে-বিদেশে বাংলাদেশ হবে ব্র্যান্ড। বাংলাদেশ ব্র্যান্ডকে ফোকাস করা হবে। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনার সময়ের ইতিহাস সংগ্রাম সাফল্য অর্জন সবকিছুই তুলে ধরা হবে। মুজিববর্ষে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার একটা মোক্ষম সময়।

পূর্ববর্তি সংবাদঅবৈধভাবে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ল চার বিএসএফ সদস্য
পরবর্তি সংবাদবাংলাদেশ সম্পূর্ণরূপে একটা নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছে: ফখরুল