শিল্প কারখানায় বেবি কেয়ার কর্নার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

ইসলাম টাইমস ডেস্ক : দেশের সকল গার্মেন্টস ও শিল্প কারখানায় ব্রেস্ট ফিডিং বা বেবি কেয়ার কর্নার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এক রিট মামলার শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

দুই মাসের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করে শ্রম সচিব ও শ্রম অধিদপ্তরের চেয়ারম্যানকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

বাংলাদেশ শ্রম আইনের (২০০৬) শিশু কক্ষ সংক্রান্ত ৯৪ (৭) ধারায় বলা হয়েছে, ‘উক্তরূপ কোনো কক্ষ যথেষ্ট আসবাবপত্র দ্বারা সজ্জিত থাকিবে এবং বিশেষ করিয়া প্রত্যেক শিশুর জন্য বিছানাসহ একটি খাট বা দোলনা থাকিবে, এবং প্রত্যেক মা যখন শিশুকে দুধ পান করাইবেন বা পরিচর্যা করিবেন, তখন তাহার ব্যবহারের জন্য অন্তত একটি চেয়ার বা এই প্রকারের কোনো আসন থাকিতে হইবে এবং তুলনামূলকভাবে বয়স্ক শিশুদের জন্য যথেষ্ট ও উপযুক্ত খেলনার সরবরাহ থাকিতে হইবে।’

পূর্ববর্তি সংবাদভারতে ট্রেনের ভেতর শিবের মন্দির, টুইটারে সমালোচনার ঝড়
পরবর্তি সংবাদবেড়েই চলেছে স্বর্ণের দাম