শাজাহান খানের মামলা প্রত্যাহারের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের মিছিল

ইসলাম টাইমস ডেস্ক: এবার সাংসদ শাজাহান খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মাঠে নেমেছে বাস-ট্রাক মালিক শ্রমিক নেতা-কর্মীরা। মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা। শাজাহান খান  সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

মঙ্গলবার সকাল ১১টায় গাবতলী বাস টার্মিনালের সামনে এই মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি গাবতলী বাস টার্মিনাল এলাকায় প্রদক্ষিণ শেষে সামনের রাস্তায় এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, মামলা প্রত্যাহার না হলে সারাদেশে বাস-ট্রাক পরিবহন শ্রমিকরা কঠোর আন্দোলনে যাবেন। ইলিয়াস কাঞ্চন উদ্দেশ্যমূলকভাবে শাজাহান খানের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন।

শাজাহান খানের বিরুদ্ধে মামলা করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

পূর্ববর্তি সংবাদইনু বললেন, রাজনীতিতে বিএনপি-জামায়াত বিষবৃক্ষ এবং কেউটে সাপ
পরবর্তি সংবাদচুড়িহাট্টা অগ্নিকাণ্ড: বছর পেরোলেও পাওয়া যায়নি ময়নাতদন্ত রিপোর্ট