দেওবন্দে অগ্নিকাণ্ড, গুজবে কান না দেওয়ার আহ্বান

ইসলাম টাইমস ডেস্ক : গত শুক্রবার দারুল উলুম দেওবন্দে একটি শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যাতে সৌভাগ্যক্রমে কোন ক্ষয়ক্ষতি হয়নি। অবশ্য সামান্য আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসলামিক মিডিয়া দেওবন্দ।

দেওবন্দের এই অগ্নিকাণ্ড নিয়ে গুজব ছড়নো হচ্ছে। সাধারণ মানুষকে সেদিকে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দিওবন্দ ভিত্তিক ফেইসবুক পেইজ জরবে দেওবন্দে।

প্রত্যক্ষদর্শী এক ছাত্র জানিয়েছেন, আমি দারুল উলুম দেওবন্দ এর ছাত্র।  আমি এই সময়ে সেখানে ছিলাম, কোন ধরনের ক্ষতি হয়নি। যারা  গুজব ছড়ায়, তাদের কারণে সাধারণ মানুষ উদ্বিগ্ন। কিন্তু বাস্তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পূর্ববর্তি সংবাদদ্বীনের বিষয়ে প্রতিবাদী হোন
পরবর্তি সংবাদময়মনসিংহে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার