চুড়িহাট্টা অগ্নিকাণ্ড: বছর পেরোলেও পাওয়া যায়নি ময়নাতদন্ত রিপোর্ট

ইসলাম টাইমস ডেস্ক: এক বছর হতে চলল ভয়ঙ্কর চুড়িহাট্টা ট্র্যাজেডির। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজার চুড়িহাট্টা ওয়াহেদ ম্যানশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে। যে আগুন কেড়ে নিয়েছিল ৭১ জনের তাজা প্রাণ। তবে দুর্ঘটনার এক বছরের পাওয়া গেল না ময়না তদন্তের রিপোর্ট।

প্রায় বছর অতিক্রম করতে চলা এ ঘটনায় নিহতদের ময়নাতদন্ত রিপোর্ট প্রসঙ্গে জানতে চাইলে লালবাগ ডিভিশনের ডিসি মুনতাসিরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আমরা এখনও ময়নাতদন্ত রিপোর্ট পাইনি। সব সময় চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছি। তারা বলছেন রিপোর্ট দিতে একটু দেরি হবে। মরদেহের কিছু পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই দেবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিকিৎসকরা প্রায় একবছর পরে এসে তোড়জোড় শুরু করেছেন ময়নাতদন্তের রিপোর্টের জন্য।

‘চুড়িহাট্টা ঘটনার পরপরই আসিফ নামে এক ব্যক্তি মামলা করেছিলেন। ওই মামলায় দু’জনকে গ্রেফতার করেছিলাম। ওই দু’জন বর্তমানে জামিনে আছেন। আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করতে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ বা ময়নাতদন্ত রিপোর্ট অতি জরুরি। সেটা পেলেই আমরা আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করবো।’

এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আশাকরি বুধবার (১৯ ফেব্রুয়ারি) ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সূত্র: বাংলানিউজ

পূর্ববর্তি সংবাদশাজাহান খানের মামলা প্রত্যাহারের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের মিছিল
পরবর্তি সংবাদউইঘুর মুসলিম নির্যাতন: চীনকে তুরস্কের হুঁশিয়ারি