উইঘুর মুসলিম নির্যাতন: চীনকে তুরস্কের হুঁশিয়ারি

ইসলাম টাইমস ডেস্ক: জিংজিয়াংয়ের নিরাপরাধ উইঘুর মুসলিমদের উপর চীনের নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের পক্ষ থেকে কড়া বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বেজিংয়ের উইঘুর মুসলমান বিরোধী মনেভাবের কড়া নিন্দা জানিয়ে চীনকে বলেছেন, উইঘুর, তুর্কিরা এখন চীনা নাগরিক, তাই চীনের উচিত হবে তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়া।

জার্মানির মিউনিখে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে সাক্ষাৎ করে এই বার্তা দেন মেভলুত কাভুসোগ্লু।

কাভুসোগ্লুর বলেন, তুর্কি, উইঘুর, হান, বৌদ্ধ বা খ্রিস্টান, কোনো ধর্মের বা জাতির মানুষকেই উগ্রবাদী বলে ঠাউর করা উচিত নয়। সব জাতি বা গোষ্ঠী থেকেই সন্ত্রাসীরা উঠে আসতে পারে।

চীনে নিষ্পাপ ও অসহায় উইঘুর মুসলমানদের ধরে ধরে আটক শিবিরে রাখা হয়েছে। সেখানে ইসলাম ত্যাগ করতে তাদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে চীনের জাতীয়তাবাদী মতাদর্শ। জোর করে শেখানো হচ্ছে মান্দারিন ভাষা।

পূর্ববর্তি সংবাদচুড়িহাট্টা অগ্নিকাণ্ড: বছর পেরোলেও পাওয়া যায়নি ময়নাতদন্ত রিপোর্ট
পরবর্তি সংবাদগাছে ফল হওয়ার আগে বাগানের অগ্রিম ক্রয়-বিক্রয় কি জায়েয?