ঘরে মাকড়সার জাল থাকলে কি অভাব-অনটন দেখা দেয়?

ইসলাম টাইমস ডেস্ক: কিছু মানুষের মাঝে একথা প্রচলিত আছে যে, ঘরে মাকড়সার জাল থাকলে অভাব-অনটন দেখা দেয়। এটি একটি অলীক বিশ্বাস।

অভাব-অনটনের সাথে মাকড়সার জালের কী সম্পর্ক? স্বচ্ছলতা বা অভাব-অনটনের মালিক আল্লাহ তাআলা। তিনি চাইলে কাউকে অভাব-অনটনে রাখেন, চাইলে স্বচ্ছলতা দান করেন।

তবে একথা স্মরণ রাখা দরকার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। সুতরাং মাকড়সার জাল বা অন্যান্য ময়লা-আবর্জনা থেকে ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কর্তব্য। এ ব্যাপারে প্রতিটি মুসলিমেরই সচেতন থাকা উচিত।

মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়া , গবেষণা বিভাগ

পূর্ববর্তি সংবাদআমেরিকায় কারা ক্ষমতায় থাকল তা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই: রুহানি
পরবর্তি সংবাদকাতার বাংলাদেশিদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী