দলের নেতাদের উসকানিমূলক বক্তব্য দিল্লি হারের কারণ: অমিত শাহ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের দিল্লির বিধানসভা ভোটে বিজেপির শোচনীয় পরাজয়ের জন্য দলের নেতাদের উসকানিমূলক বক্তব্য কারণ হতে পারে বলে হারের দায় দলেরই নেতাদের কাঁধে চাপালেন অমিত শাহ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সাবেক সভাপতির মতে, দলের নেতাদের একাধিক উসকানিমূলক মন্তব্যের জন্যই দিল্লিবাসী হয়তো বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। টাইমস নাও সামিটে দিল্লিতে দলের ভরাডুবি প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন অমিত শাহ।

বিজেপিকে উড়িয়ে দিয়ে পরপর তিনবার দিল্লির মসনদে বসেছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি-আপ। দিল্লির ৭০ আসনের মধ্যে ৬২টি আসনেই জয়ী হয়েছেন আপ প্রার্থীরা। মাত্র আট আসন জিতে কোনো মতে দিল্লিতে অস্তিত্ব টিকিয়ে রেখেছে বিজেপি। একটিও আসন পায়নি কংগ্রেস। ৬০টিরও বেশি আসনে জামানত জব্দ হয়েছে কংগ্রেস প্রার্থীদের।

দিল্লিতে ভোটের প্রচারে অনুরাগ ঠাকুর, প্রবেশ ভার্মারা কেজরিওয়ালকে নিশানা করতে গিয়ে একাধিক উসকানিমূলক মন্তব্য করেছেন। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়।

এনআরসি-সিএএ নিয়ে শাহিনবাগের আন্দোলনকারীদের নিশানা করে সরব হন মোদি-শাহরাও। ভোটের প্রচারে বেরিয়ে বিজেপি নেতারা কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী, দেশদ্রোহী, ধোঁকাবাজ বলেও আক্রমণ করেছেন।

দিল্লি ভোটের ফল প্রকাশের পর নীরব ছিলেন অমিত শাহ। ভোটের ফল প্রকাশের তিন দিনের মাথায় অবশেষে মুখ খোলেন ভারতের ক্ষমতাসীন সাম্প্রদায়িক দলটির এ প্রভাবশালী নেতা। এরই পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে চলা আন্দোলন নিয়েও মুখ খোলেন শাহ। এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সবার আছে।

পূর্ববর্তি সংবাদকরোনা আতঙ্কের মধ্যেই নাইজেরিয়ায় ছড়িয়ে পড়েছে ‘লাসসা জ্বর, নিহত ৭০
পরবর্তি সংবাদ১৪ ফেব্রুয়ারি: পটিয়ার শায়খ হাজী ইউনুস রহ. ইন্তেকাল করেন এদিনে