খালেদা জিয়ার মুক্তির মানবিক আবেদন আদালতেই মীমাংসা হতে পারে: নাসিম

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মানবিক আবেদন আদালতেই মীমাংসা হতে পারে জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া এ দেশের সাবেক প্রধানমন্ত্রী। বিষয়টি বিবেচনায় রেখে সরকার তার সুচিকিৎসা দিচ্ছে। কোনো অবহেলা করার প্রশ্নই ওঠে না।

শুক্রবার সন্ধ্যার আগে ঢাকা থেকে সিরাজগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানবিক আবেদন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, যেহেতু খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন, সেহেতু আদালতেই তার জামিন বা মানবিক আবেদন মীমাংসার উপযুক্ত স্থান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছিলেন, বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়টি নিয়ে রাজনীতি না করে মানবিক দিক বিবেচনায় মুক্তি দেয়া উচিত। শুক্রবার গুলশানে বিএনপির দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিনিয়র আইনজীবীদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি।

পূর্ববর্তি সংবাদহিউম্যান মিল্ক ব্যাংক বিষয়ে মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহর বিশেষ সাক্ষাৎকার: পর্ব-১
পরবর্তি সংবাদভালোবাসা দিবস : ঘুরতে বের হয়ে লাশ হলেন তরুণী