জুমার পর ঢাকায় জমিয়তের কর্মী সম্মেলন

ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল শুক্রবার বাদ জুমা রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মী সম্মেলন।

এ উপলক্ষে দলের তরফ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

কর্মী সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করতে গতকাল (১৩ ফেব্রুয়ারী) বিকেলে জমিয়তের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন বাস্তবায়ন কমিটির চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহসভাপতি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান, যুগ্মমহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, অর্থ-সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ।

বৈঠক শেষে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, আমাদের সকল প্রস্তুতি আলহামদুলিল্লাহ সম্পন্ন। আমরা আশা করছি একটা সুন্দর, সুশৃঙ্খল সম্মেলন দলের কর্মীদেরকে উপহার দিতে পারব।

তিনি বলেন, দেশব্যাপী গণসংযোগের সময় কর্মীদের মাঝে আমরা যে পরিমাণ উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করেছি, তাতে আমরা আশাবাদি ন্যূনতম ২০ হাজার কর্মী সম্মেলনে জমায়েত হবেন। আমরা মহান আল্লাহর সাহায্য কামনা করছি, যাতে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে কর্মী সম্মেলন শেষ করতে পারি।

পূর্ববর্তি সংবাদছবি কথা বলে: ইয়েমেনে চরম সঙ্কটেও তারা ভুলে যাননি পর্দা ও দ্বীনদারীর কথা
পরবর্তি সংবাদঠাকুরগাঁওয়ে অবৈধভাবে জমি দখলের জন্য মূর্তি বসিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি