বুথ ফেরত জরিপ, দিল্লিতে আবারও সরকার গঠন করছে আম আদমি পার্টি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে ৫৩ আসন নিয়ে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)।

শনিবার নয়াদিল্লির ভোট শেষে বুথ ফেরত জরিপে বিজেপিকে হারিয়ে ফের কেজরিওয়ালের এএপির ক্ষমতায় আসার এমন ইঙ্গিত মিলেছে।

এদিকে, বুথ ফেরত জরিপে আম আদমি পার্টির এগিয়ে থাকার খবরে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপিদের জরুরি বৈঠকে তলব করেছেন দলটির নেতা অমিত শাহ।

শনিবার ভোট শেষ হওয়ার পর অন্তত চারটি সংস্থা তাদের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে। এনডিটিভির বুথ ফেরত সমীক্ষা বলছে, দিল্লি বিধানসভার ৭০ আসনের ৫৩টিতে জয় পেয়ে ফের মসনদে বসতে যাচ্ছে ক্ষমতাসীন আম আদমি পার্টি। অন্যদিকে, ২০ বছর ধরে দিল্লির মসনদের বাইরে থাকা বিজেপি মাত্র ১৬টি এবং দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেতে যাচ্ছে।
পূর্ববর্তি সংবাদঢাকা মহানগর যুব জমিয়তের কাউন্সিল সম্পন্ন 
পরবর্তি সংবাদনিজ দেশেই প্রত্যাখ্যাত ট্রাম্পের কথিত শান্তিচুক্তি