বিএনপি নেতাদের আইন ভাল করে বুঝে পড়া উচিত: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক

ইসলাম টাইমস ডেস্ক: আইন বুঝুক আর না বুঝুক, আমরা যেটা করি সেটাই বিএনপির কাছে কালো আইন বলে মনে হয়। বিএনপি নেতাদের উদ্দেশ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন এ কথা।

এসময় তিনি স্বায়ত্তশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা রাখা সংক্রান্ত নতুন আইনটি ভালো করে পড়ার ও বুঝার জন্য বিএনপি নেতাদের পরামর্শ দেন।

শনিবার দুপুরে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী।

সম্প্রতি বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা রাখার জন্য সংসদে যে আইন পাস হয়েছে তাকে কালো আইন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

পূর্ববর্তি সংবাদখুলনায় ‘আদর্শ সমাজ বিণির্মাণে উলামায়ে কেরামের ভূমিকা’ শীর্ষক ইমাম সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তি সংবাদখালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে : ফখরুল