মাসবুক ব্যক্তি ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে কী করবে?

প্রশ্ন: আমি এক নামাযে মাসবুক হই। ভুলবশত ইমামের সাথে আমিও সালাম ফিরাই। এরপর পাশের লোকদের দাঁড়াতে দেখে আমার মাসবুক হওয়ার কথা স্মরণ হয়। তখন আমি দাঁড়িয়ে বাকি রাকাত পড়ে সাহু সিজদা করি। আমার এ নামায কি সহীহ হয়েছে?

এক ইমাম সাহেব বলেছেন সাহু সিজদা না দিলেও নামায হয়ে যেত, তাঁর কথা কি ঠিক?

উত্তর: মাসবুক ভুলবশত ইমামের একেবারে সাথে সাথে সালাম ফেরালে সাহু সিজদা ওয়াজিব হয় না। কিন্তু যদি ইমামের সালামের পর সে সালাম ফিরায় তাহলে সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়। আর সাধারণত যেহেতু মুক্তাদীর সালাম ইমামের পরই হয়ে থাকে, তাই আপনি সাহু সিজদা করে ঠিকই করেছেন এবং আপনার নামায সহীহভাবে আদায় হয়েছে।

পূর্ববর্তি সংবাদবন্দিদশার মেয়াদ বাড়ল কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীর
পরবর্তি সংবাদ‘শান্তি প্রস্তাবে’র পর থেকে ভোগান্তি বেড়েছে ফিলিস্তিনিদের, ২৪ ঘন্টায় শহিদ ৪ তরুণ