বড় বড় নেতারা ভোল পাল্টালেও তৃণমূল কখনও দলের সাথে বেঈমানি করেনি: তথ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৪৯ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর থেকে দু:সময়ে অনেক বড় বড় নেতা ভোল পাল্টালেও তৃণমূলের কর্মীরা কখনও দলের সাথে বেঈমানি করেনি। নেতারা অনেকে দল থেকে চলে গেছে। দলের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। কিন্তু তৃণমূল সবসময় দল ও নেতার সঙ্গে ঐক্যবদ্ধ থেকেছে, বিশ্বস্ততার সাথে কাজ করেছে।

শুক্রবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার তৃণমূল প্রতিনিধিসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, কারও অর্থবিত্ত দেখে আওয়ামী লীগে কোনো পদপদবি দেয়া যাবে না। অমুকের পয়সা আছে, দল চালাতে সুবিধা হবে– এ বিবেচনায় কাউকে পদ দেয়া যাবে না। এটি আমাদের দলের রাজনীতি ও আদর্শ নয়।

পূর্ববর্তি সংবাদইয়েমেনে বিমান হামলা চালিয়ে আল কায়েদা নেতা কাসিম রিমিকে হত্যা করল আমেরিকা
পরবর্তি সংবাদবন্দিদশার মেয়াদ বাড়ল কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীর