করোনায় নিহতদের লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে, চীনের আকাশ ছেয়ে গেছে ধোঁয়ায়

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের মৃতদেহ পুড়িয়ে ফেলা হচ্ছে। সপ্তাহখানেক ধরে দিনরাত ২৪ ঘণ্টা করোনাভাইরাসে মৃতদের মরদেহ পোড়ানোর কারণেই চীনের পরিবেশে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী  চীনে সরকারি তথ্যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬৩ জনে। করোনায় আক্রান্তের কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।

রাস্তায় গাড়ি-ঘোড়া নেই, কল-কারখানাও সব বন্ধ। তারপরও ধোঁয়াশায় ছেয়ে আছে চীনের হুবেই প্রদেশের উহান শহর। অনেকের ধারণা,

অধিকাংশ মৃত্যু ও নতুন সংক্রমণের ঘটনা ঘটছে হুবেই প্রদেশে, যে প্রদেশের উহান শহরকে এ ভাইরাসের উৎসস্থল বলা হচ্ছে। দেশটির বাকি মৃত্যুর ঘটনাগুলো উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলংজিয়াংয়ের তিয়ানজিন শহর ও গুইঝৌ প্রদেশে ঘটেছে।

পূর্ববর্তি সংবাদশহিদ বাবরি মসজিদ: মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন, মসজিদের জন্য ৫ একর জমি বরাদ্দ
পরবর্তি সংবাদআবেদনের ৫০ বছর পর স্লোভেনিয়ায় প্রথমবারের মতো মসজিদ নির্মাণ