করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে প্রতি ২৫ মিনিটে ১ জনের মৃত্যু হচ্ছে!

ইসলাম টাইমস ডেস্ক: ভয়াবহ আকার ধারন করা করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে বেড়ে হয়েছে ২০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়ে চীনে প্রতি ২৫ মিনিটে ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে।

চীনে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫ জনে দাঁড়িয়েছে। গতকাল সোমবার একদিনেই মারা গেছেন ৬৪ জন।

চীনে প্রতিদিনই নতুন করে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। দিন-রাতের পরিশ্রমে রোগীদের সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির চিকিৎসকরা।

হংকংয়েও করোনা ভাইরাসে মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে তিন রোগী শনাক্ত হওয়ার পর সতর্কতা জারি করেছে ভারতের কেরালা রাজ্য সরকার।

এরই মধ্যে জাপান, থাইল্যান্ড, ভারতসহ বিশ্বের ২৪টি দেশে আক্রান্ত হয়েছেন দেড়শ জনের বেশি মানুষ। ভারতের কেরালা রাজ্যে তিনজন আক্রান্ত শনাক্ত হয়েছে। রাজ্যজুড়ে স্বাস্থ্য বিপর্যয়ের সতর্কতা জারি করা হয়েছে।

পরিস্থিতির ক্রমেই অবনতি হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পূর্ববর্তি সংবাদতিন শীর্ষ আলেমের ওফাতে শূন্য হওয়া পদ বিষয়ে যা ভাবছে বেফাক, হাইআ
পরবর্তি সংবাদমুসলমানদের ব্যবহারে মুগ্ধ হয়ে ৯২ বছর বয়সী বৃদ্ধার ইসলাম গ্রহণ