‘সন্ত্রাসবাদে’ যুক্ত থাকার অভিযোগে মিসরে ৩৭ জনের মৃত্যুদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: ‘সন্ত্রাসবাদে’ যুক্ত থাকার অভিযোগ তুলে ৩৭ জন ইসলামপন্থীকে মৃত্যুদণ্ড দিয়েছে মিসরের ক্ষমতাসীন স্বৈরশাসক সিসি’র সরকার। সাজাপ্রাপ্তদের মধ্যে দেশটির স্পেশাল ফোর্সেস’র সাবেক কর্মকর্তা হিশাম আল আশ্মাভিও রয়েছেন।

মিসরের স্থানীয় সময় গতকাল শনিবার তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করে সিসি সরকার প্রভাবিত মিসরের একটি আদালত। ।

মিসরের সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৪ সালে লিবিয়া সীমান্তের কাছে হামলা চালিয়ে সামরিক বাহিনীর ২২ সদস্যকে হত্যা করা হয়। ওই হামলার ষড়যন্ত্রসহ বিভিন্ন মামলায় হিশাম আল আশ্মাভি অভিযুক্ত ছিলেন। তার বিরুদ্ধে ২০১৩ সালে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগও আনা হয়।

পূর্ববর্তি সংবাদবিএসএফ’র গুলিতে আরোও এক বাংলাদেশি নিহত
পরবর্তি সংবাদট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা প্রস্তাব, প্রত্যাখ্যান আরব লীগের