কাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, গতবার থেকে এবার কমল ৮৭ হাজার শিক্ষার্থী

ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।  ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরুর দিন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সকাল ৯টা ৩০ মিনিটে তেজগাঁও গভর্নমেন্ট গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শন করবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম জানান, ‘প্রশ্নফাঁস রোধে এবার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে।’

এ বছর শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষার কেন্দ্র বৃদ্ধি পেলেও শিক্ষার্থীর সংখ্যা বাড়েনি। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৭ হাজার ৫৫৪ জন। এবার ২৮ হাজার ৮৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৫১২টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

পূর্ববর্তি সংবাদহাইআতুল উলয়া এবং শীর্ষ আলেমদের বৈঠক, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি
পরবর্তি সংবাদআবরার হত্যা : ছেলের ‘দুশ্চিন্তায়’ স্ট্রোক করে মারা গেলেন আসামি ইফতির বাবা!