মুসলিম বিদ্বেষী আইনের প্রতিবাদে ফের উত্তাল পশ্চিমবঙ্গ, পুলিশের গুলিতে নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক: মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে আবারও উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। আজ সকালে চলা বিক্ষোভ মিছিলে পুলিশের চালানো গুলিতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় ও সংবাদ প্রতিদিন জানায়, আজ (২৯ জানুয়ারি) বুধবার সকালে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের জলঙ্গিতে প্রতিবাদ মিছিলে চালানো পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছে।

জানা যায়, মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইনে রাষ্ট্রপতি সিলমোহর দেওয়ার পর থেকেই বিক্ষোভের আগুনে ফুঁসছে মুর্শিদাবাদ। রেল অবরোধ, ট্রেনে আগুন লাগিয়ে বিক্ষোভ লেগেই ছিল। এখনও ক্ষোভের আগুনে ফুঁসছে মুর্শিদাবাদ।

বুধবার সকালে জলঙ্গির সাহেবনগরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সিএএ-বিরোধীরা।

জানা গেছে, বুধবার সকালে জলঙ্গির সাহেবনগর এলাকায় মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায় বেশ কয়েকজন পথ অবরোধ করেন। সেই সময় সংঘর্ষ শুরু হয়।

অভিযোগ, সংঘর্ষের সময় বোমা ছোড়া হয়। এরপর হঠাৎ কেউ গুলি করে। গুলি গিয়ে লাগে পর পর দু’জনের গায়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁদের। আহত হয় বেশ কয়েকজন।

পূর্ববর্তি সংবাদমাত্র চার মাসে পুরো কোরআন মুখস্ত করলো ৮ বছরের এই শিশু
পরবর্তি সংবাদআতিকের প্রচারণায় আ.লীগের দুপক্ষের চেয়ার ছোড়াছুড়ি