আতিকের প্রচারণায় আ.লীগের দুপক্ষের চেয়ার ছোড়াছুড়ি

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশান শহীদ ফজলে রাব্বী পার্কে নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে। এ সময় আতিকের সঙ্গে ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাসির।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে গুলশানের শহীদ ফজলে রাব্বী পার্কে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন আতিকুল ইসলাম। এ সময় সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী জাহেদুল ইসলাম দুলালের সমর্থকরা উপস্থিত হন এবং নৌকার স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে নাসির এবং দুলালের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন এবং হাতাহাতি শুরু করে দেন। এর কিছুক্ষণ পরই সেখান থেকে মিছিল নিয়ে আতিক এবং তার সমর্থকরা চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

এ ব্যাপারে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‌‘আমি নিজে এখানে উপস্থিত আছি। কোন ঝামেলা হয় নাই। সব ভুয়া তথ্য। এমন কিছুই ঘটে নাই।’

পূর্ববর্তি সংবাদমুসলিম বিদ্বেষী আইনের প্রতিবাদে ফের উত্তাল পশ্চিমবঙ্গ, পুলিশের গুলিতে নিহত ২
পরবর্তি সংবাদএখন পর্যন্ত নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই: মোশাররফ