জামায়াত নেতা এটিএম আজাহারসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ইসলাম টাইমস ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে নাশকতা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।

এ অভিযোগ গঠনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ মে দিন ধার্য করেন আদালত।

শুনানিকালে আসামি আজাহারকে কারাগার থেকে আদালতে হাজির করা হায়।

শুনানিতে এটিএম আজহারুল ইসলামসহ ১৪ জন আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। এ মামলায় দেলোয়ার হোসেন নামে এক শিবির নেতা শুরু থেকেই পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালের নাশকতার অভিযোগে এটিএম আজহারুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে শাহবাগ থানা পুলিশ।

পূর্ববর্তি সংবাদনাগরিকত্ব আইনের সমালোচনাকারীদের গুলি করে মারো: বিজেপির মন্ত্রী
পরবর্তি সংবাদকরোনাভাইরাস প্রতিরোধে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী