জন্মদিনের কথা বলে কিশোরীকে গণধর্ষণ, সেই চারজন রিমান্ডে

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাড়ি থেকে এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার চারজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এরা হলেন- কিশোরগঞ্জের হোসেনপুর থানার নৈয়পুর গ্রামের শরীফ হোসেন (১৮), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার উজান চন্দ্রপাড়া গ্রামের ইমরান হাসান সুজন (১৯), শ্রীপুর উপজেলার স্থানীয় নয়নপুর গ্রামের শরীফ উদ্দিন মোল্লা (২০) ও ময়মনসিংহের ত্রিশাল থানার ১৬ বছর বয়সী এক কিশোর।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন রিমান্ড শুনানি শেষে প্রথম তিনজনের প্রত্যেককে তিনদিনের এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এমএলবি মেজবাহ উদ্দিন আহমেদ এক আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রকিবুল ইসলাম জানান, শুক্রবার (২৪ জানুয়ারি) তাদের গ্রেফতার করে রোববার (২৬ জানুয়ারি) দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠায় পুলিশ। ওইদিন ওই আদালতের বিচারক মঙ্গলবার (২৮ জানুয়ারি) তাদের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল সাকিব জানান, গত ১৫ জানুয়ারি বিকেলে শরীফ হোসেনের জন্মদিনের কথা বলে তারা ওই কিশোরীকে শ্রীপুরের নয়নপুর এলাকার একটি বাসায় ডেকে নিয়ে যায় এবং জন্মদিনের কেক কেটে সবাই মিলে আনন্দ-উল্লাস করে।

একপর্যায়ে এনার্জি ড্রিংকসের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তারা ওই কিশোরীকে অচেতন করে। পরে পাশের একটি ঝোপের ভেতর নিয়ে হাত-পা ও মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে এবং একটি সেলুনে বসে তারা ঘটনার তথ্য উল্লেখ করে ভিডিও পর তা ফেসবুকে আপলোাড করে।

এ ঘটনায় ১৬ জানুয়ারি ওই কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন এবং র‌্যাব-১ কার্যালয়ে অভিযোগ করেন। শুক্রবার ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেন র‌্যাব-১ সদস্যরা ।

পূর্ববর্তি সংবাদইভিএমে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই, দাবি ইসি সচিবের
পরবর্তি সংবাদইউরোপীয় ইউনিয়নে সিএএর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব, অভ্যন্তরীণ বিষয় বলে ভারতের জবাব