নির্বাচন উপলক্ষে মাঠে থাকবে ৪০ হাজার বিজিবি সদস্য

ইসলাম টাইমস ডেস্ক: নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় ৬৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাঠে থাকবে। ভোটের আগে ও পরে চারদিন ৪০ হাজারের মতো ফোর্স রাখা হবে।

আজ সোমবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে এ খবর।

ইসি জানায়, প্রতি দুইটি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। বিজিবির প্রতিটি টিমের সঙ্গে মোতায়েনকালীন অর্থাৎ ৩০শে জানুয়ারি তারিখ থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত একজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭৬ জনসহ ১৩০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজন হবে। আর বিজিবির ১ প্লাটুনে ২টি টিম গঠন করার পরিকল্পনা রয়েছে ইসির।

পূর্ববর্তি সংবাদফরযে আইন পরিমাণ ইলম শেখা ছাড়া ঈমান শেখা হয় না
পরবর্তি সংবাদটাঙ্গাইলে নবম শ্রেণীর তিন ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, আটক ২