ট্রাম্পের আগ্রাসী ভূমিকায় ইরানের কাছে ক্ষমা চেয়ে ১০ হাজার মার্কিন নাগরিকের চিঠি প্রেরণ

ইসলাম টাইমস ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে ইরানি জনগণের কাছে ১০ হাজার মানুষ স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়েছেিএকটি মার্কিন শান্তিবাদী সংগঠন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ও প্রেস টিভি এ খবর জানিয়েছে।

‘কোড পিঙ্ক’ নামের ওই শান্তিবাদী সংগঠনটির পাঠানো চিঠিতে ইরানের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।

সোলাইমানির হত্যাকাণ্ডকে বর্বরতা আখ্যায়িত করে এর জন্য মার্কিন জনগণের পক্ষে দুঃখ প্রকাশ করেন তারা।

চিঠিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের জনগণ যেহেতু সব মানুষের শান্তি এবং নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সে কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তের জন্য আমরা ক্ষমা চাইছি।’

মার্কিন জনগণ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না উল্লেখ করে তারা বলেন, ‘আমরা শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে চাই। ট্রাম্পের আগ্রাসন বন্ধের জন্য যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার আমরা তার সবকিছুই করার চেষ্টা করব। দয়া করে আপনারা আমাদের বন্ধুত্বের আহ্বান গ্রহণ করুন। যারা সমাজে ঘৃণা এবং অনৈক্য ছড়াচ্ছে তাদের উপর শান্তি বাদীদের জয় হোক।’

পূর্ববর্তি সংবাদফোনে কথা বলার কয়েকটি আদব
পরবর্তি সংবাদএমন কোনো আচরণবিধি নেই, যেগুলো সরকারপক্ষ ভঙ্গ করছে না: আমীর খসরু